অনেকে বই কেনাকে ব্যয় মনে করে। কিন্তু বাস্তবে বই পড়া একধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ—জীবনের উন্নয়ন, চিন্তাভাবনার প্রসার, ভাষা দক্ষতা এবং ক্যারিয়ারে এই বিনিয়োগ ফল দিয়ে যায় বছরের পর বছর।
তবে এই বিনিয়োগ যাতে সবার নাগালে থাকে, তাই দরকার সল্পমূল্যে বই সরবরাহ। আমাদের এই উদ্যোগ ঠিক সেই জায়গাতেই কাজ করছে। আমরা প্রতিটি মানুষকে উৎসাহ দিচ্ছি পড়াশোনায়, বই পড়ায় এবং জ্ঞান অর্জনে।
সস্তায় বই কিনলে মানের কমতি হবে—এই ধারনাকে ভেঙে দিয়ে আমরা দিচ্ছি মানসম্মত বই, দ্রুত ডেলিভারি এবং ব্যতিক্রমী পাঠকের অভিজ্ঞতা। আপনি শুধু বইটি বেছে নিন, বাকিটা আমরা সামলাবো।
https://shorturl.fm/I1FP5